Sunday 16 July 2017

ব্রিজে কোনো রড নেই।


গত কয়েক বছর ধরেই পেপার পত্রিকায় সরকারী কাজে রডের বদলে বাঁশ ব্যাবহার করা হচ্ছে বলে সংবাদ দেখা যায়। কিন্তু এই ব্রিজে তো সেই বাঁশ ও নেই!!!
গতকাল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাচিপুর বাজার সংলগ্ন এলেংজানি নদীর উপর অবস্থিত ব্রিজের দক্ষিন পাশের এপ্রোচের মাটি ধসে যাওয়ায় প্রায় ২০ ফুট গভীর খাদের সৃষ্টি হয়েছে। এতে করে উপজেলা সড়কের সঙ্গে লাউহাটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে এই লিংক রোড দিয়ে মাঝে মাঝে ২/১টি যাত্রীবাহী বাস চলাচল করে থাকে। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় এ রাস্তা দিয়ে হানিফ পরিবহনের একটি বাস প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ব্রিজ পার হওয়ার সময় বাসটি ব্রিজের ভিমের সঙ্গে আটকে যায়।
আল্লাহ্‌র অশেষ রহমতে বাসটি না পড়ে ঝুলে থাকে। পরে রেকার এর সাহায্য বাসটি উদ্ধার করা হয়।
কথা হচ্ছে, ব্রিজে তো রড ব্যাবহার করা হয়...কিন্তু এখানে তো কোন রডই দেখা যাচ্ছেনা!!

No comments:

Post a Comment